নীলফামারী জেলা সদর হতে প্রায় ২২ কিলোমিটার পূর্ব দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। নীলফামারী-রংপুর সড়কের কিশোরগঞ্জ বাজারের পাশ্বে ইউনিয়ন পরিষদ ভবনের অবস্থান। কিশোরগঞ্জ ইউনিয়নের আয়তন ১১.০০ কিঃমিঃ। উত্তরে বড়ভিটা ইউনিয়ন পরিষদ, দক্ষিনে বাহাগিলি ইউনিয়ন, পশ্চিমে পুটিমারী পরিষদ ও পূর্ব দিকে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ অবস্থিত।
ইউডিসিতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবা চালু আছে। নীলফামারী জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে পরিচালিত হচ্ছেঃ ব্যাংক এশিয়ার সেবা সমূহ ঃ ১. সঞ্চয়ী ও চলতি হিসাব ২. স্কুল ব্যাংকিং হিসাবা ৩. মাসিক সঞ্চয়ী হিসাব ৪. মেয়াদী সঞ্চয়ী হিসাব ৫. নগদ জমা ও উত্তোলন ৬. ফান্ড ট্রান্সফার ( ব্যাংক এশিয়ার যে কোন হিসাবে) ৭. ই.এফ.টি.এন. এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার (যে কোনো ব্যাংকের হিসাবে) ৮. বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান ৯. বিদ্যুৎ বিল গ্রহণ ১০. পাসপোর্ট ফি গ্রহণ ১১. ক্ষুদ্র ও মাঝাড়ি ঋণ প্রদান ১২. ভোক্তা ঋণ প্রদাণ ১৩. কৃষি ঋণ প্রদাণ ১৪. ডেবিট কড প্রসেসিং ১৫. মেটলাইফ এর প্রিমিয়াম জমা ব্যাংকিং সকল কাযক্রম ও অন্যান্য সুবিধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস